avertisements 2

স্ত্রী অন্তঃসত্ত্বা, সুখবর শোনার রাতেই চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৫৫ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বিয়ের চার বছর পার হয়েছে রাসেলের। গতকাল বুধবার রাতে বাড়ি এসে স্ত্রীর কাছে শুনলেন বাবা হতে চলেছেন তিনি। এই সুখবর শুনে সারা রাত ঘুমাননি। বন্ধু-স্বজন সবাইকে ফোনে জানিয়েছেন এই খবর।

ভোরেই গাড়ি নিয়ে বের হয়েছেন কর্মস্থলের উদ্দেশে। পথেই দুর্ঘটনায় মারা যান রাসেল। নিহত রাসেল মিয়া (২৯) একটি কম্পানির কাভার্ডভ্যানের চালক। তিনি গৌরীপুর উপজেলার দাপুনিয়া এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাসেলের বোন তাসলিমা জানান, রাতে বাড়িতে আসে রাসেল। খাবার খেয়ে শ্বশুড়বাড়ি থেকে স্ত্রী ফোন করে জানায় সে অন্তঃসত্ত্বা। রাসেল এই খবর বাড়ির সবাইকে জানায়। পরে না ঘুমিয়ে ভোরেই কাভার্ডভ্যান নিয়ে কর্মস্থলে যায়।

তাসলিমা আরো বলেন, বের হওয়ার সময় রাসেল বলে গেছিল, গাড়ি কম্পানিতে পৌঁছে দিয়ে সে শ্বশুরবাড়ি যাবে। কিন্ত খবর আসে আমার ভাই মারা গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়েন তাসলিমা।  ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটাস্থল থেকে বাস জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2