বিয়ে বাড়িতে ডাকাতি, নববধূর গহনাসহ নগদ অর্থ লুট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিয়ে বাড়ি। ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে বিয়ে বাড়িসহ পৃথক দুই স্থানে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা বলেন, খবর পেয়েছি শিকারপুর বন্দরে এলাকায় ডাকাতির শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে শিকারপুর বন্দরে ডাকাতির পর ডাকাত দল স্পিডবোড নিয়ে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়িতে হানা দেয়। মজিবর খানের ছেলে মালয়েশিয়া প্রবাসী রাসেল খানের বউ-ভাতের অনুষ্ঠান আজ রোববার।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউপি সদস্য রোকন মৃধা জানান, ডাকাত দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়ে বাড়িতে উপস্থিত সকলকে জিম্মি করে। এ সময় তারা নগদ প্রায় ৫ লাখ টাকা, নববধূর গয়নাসহ বিয়ে বাড়িতে আসা সকল অতিথিদের ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও সাতটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
কৌশলে মজিবর খান বেরিয়ে প্রতিবেশী ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহ্বান করা হয়। তখন ডাকাতেরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।