avertisements 2

বিলাসবহুল গাড়িতে এসে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৩ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বিলাসবহুল দামি গাড়ি নিয়ে এসে গরু চুরির সময় তিন ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন মিজানুর রহমান বাবলা, গাড়িচালক জগলু মিয়া ও এমরানুল হক জনি।

গতকাল সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেশ্বর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো গ ২৩-১০৯৪ নম্বরের বিলাসবহুল এক্স ফিল্টার মডেলের গাড়িটি জব্দ করেছে পুলিশ।

পরে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান আটককৃত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ আহমদ সুইট জানান, নতুন কৌশল খাটিয়ে বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি করে নিয়ে এসেছিল তারা। আমাদের এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে নিতেশ্বর গ্রামে তাদের আটকে জিজ্ঞাসবাদ করা হয়। প্রথমে তারা স্বীকার করছিল না। পরে গাড়ির ভেতরে গরু পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের রাজনৈতিক পরিচয় জানা নেই। প্রথমে এলাকাবাসী হাতেনাতে আটক করে, পরে পুলিশ তাদের ধরে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2