হাসপাতালের মেঝেতে পড়ে আছে রিনা, পাশে নেই কেউ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:২৭ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পচন ধরেছে পায়ে। মাছি পড়ছে ক্ষতস্থানে। কিছুদিন হলো সেই পায়ে বাসা বেঁধেছে পোকা। চিৎকার-চেঁচামেচি ও কান্নায় ফিরেও তাকায় না কেউ।দুর্গন্ধে কেউ কাছে ভেড়ে না। চিকিৎসকরা রিনাকে (৩০) হাসপাতালের বেড থেকে নামিয়ে রেখেছেন মেঝেতে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি আছেন তিনি। তবে এখন তার অবস্থান হাসপাতালটির ট্রমা সেন্টারের গেটে। রিনা তার নাম ছাড়া কিছুই বলতে পারেন না। তার ডান পায়ে পচন ধরেছে। কিছুদিন যাবৎ সেই পায়ে বাসা বেঁধেছে পোকা। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর দায়িত্ববোধের অভাবে এখন মৃত্যুর প্রহর গুনছেন তিনি।
জানা যায়, দুই মাস আগে পায়ে আঘাত পেলে হাসপাতালে অজ্ঞাত লোকজন রিনাকে রেখে যায়। পরে নাসিরউদ্দিন নামের এক পুলিশ সদস্য উদ্যোগ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলায় রিনার পায়ে পচন ধরে।
হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. শাহীন জোয়ার্দার বলেন, ‘সে হাসপাতালে আসার পর থেকেই আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। তাকে ওষুধপত্র ও খাবার দেওয়া হচ্ছে। ’ হাসপাতালের উপপরিচালক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে কী করা যায় তা ওই বিভাগের ডাক্তারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। ’