সাবেক এমপি বদির চার ভাইসহ ১০১ ইয়াবা কারবারির জেল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৫ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি সংগৃহীত
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাইসহ আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারিকে মাদক মামলায় দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ১৭ জন। বাকি ৮৪ জনকে পলাতক দেখানো হয়েছে।
এ সব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল আলম।
তিনি জানান, ১০১ জনের প্রত্যেককে ১ বছর ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। প্রত্যেককে ২০ হাজার করে জরিমানা করা হয়। এ ছাড়া ওই সময় দায়ের অস্ত্র মামলার অভিযোগ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
আদালতের বরাতে পিপি বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছে, যাতে আগামী দিনে কেউ এ পেশায় না ফিরে সে জন্য এ রায় ভূমিকা রাখবে।
আসামিদের তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাই (আব্দুল আমিন, আব্দুর শুক্কুর, শফিকুল ইসলাম, ফয়সাল রহমান); ভাগিনা সাহেদ রহমান নিপু; চাচাতো ভাই মোহাম্মদ আলম। আরও আছেন টেকনাফ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ ও তার বড় ভাই আব্দুর রহমান; বর্তমান জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে দিদার মিয়া; টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশর নুরশাদ; টেকনাফ সদর ইউনিয়নের এনামুল হক এনাম মেম্বারসহ অনেকে।
মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা করা হয়।