avertisements 2

প্রাইভেটকারে গরু চুরি, পালাতে গিয়ে ধরা পড়লো চোর 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:০০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, আটককৃত জুয়েল (৩১) পটিয়া উপজেলার চরখানাই গ্রামের বাসিন্দা। এছাড়া এই ঘটনায় জড়িত বাবুল (৩২) এবং নুরুল আবছার (৩৫) পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, পাঠানিকোটা বিশ্বাসবাড়ির প্রদীপ বিশ্বাসের গরু চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে আমরা প্রাইভেটকারটি ধাওয়া করি। পরে কালীগঞ্জ রোডে গিয়ে কারটির নাগাল পায় জনতা। এ সময় এক চোরকে ধরা সম্ভব হলেও ড্রাইভার ও আরেকজন পালিয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, পরৈকোড়াতে চোরাই কাজে ব্যবহৃত গাড়িতে স্থানীয়রা আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে আমরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান জানান, গরু চোরসহ গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার পক্রিয়া চলছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2