আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:১৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছবি সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চর রমিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নাবিল ওই এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে ও বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, প্রিয় দল আর্জেন্টিনার পতাকা বৈদ্যুতিক খুঁটিতে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় নাবিল। পরবর্তী সময়ে তাকে রামগতি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগে রামগতিতে এমনটা হয়নি। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের কোন আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা হবে না।’
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ‘নাবিল অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা সত্যি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’
পতাকা টাঙানোর সময় সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও সতর্ক করেন তিনি।