মক্তবে যেতে বাসা থেকে বেরিয়ে ৪ দিন ধরে খোঁজ নেই শিশু আয়াতের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:১২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজের ৪দিন পরও খোঁজ মিলেনি ৫ বছরের শিশু আয়াতের। গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে সেদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি ( ৮৪৭/১৫-১১-২২) করেন আয়াতের বাবা সোহেল রানা।
সোহেল রানা জানান, তার মেয়ে মক্তবে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। যথাসময়ে বাসায় না ফেরায় খোঁজ নিলে জানা যায় সে মক্তবেও যায়নি। তারমানে বাসা ও মক্তবের মাঝখানে ২০ গজ দূরত্বে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে।
তিনি তার মেয়েকে ফেরত চান।
এ বিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি মেয়েটির। তবে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান।
তিনি বলেন, ‘তদন্ত চলছে। আশা করছি শিশুটির খোঁজ পাবেন।’