avertisements 2

গোস্ত খাওয়ার স্বপ্ন পূরণ হলো শহরবানুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের নয়াপড়া গ্রামের বৃদ্ধা শহরবানু (৭০)। আগে ভিক্ষাবৃত্তি করলেও বয়সের ভারে এখন অসুস্থ। অভাব অনটনের কারণে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করেন তিনি। শেষ কবে মাংস খেয়েছেন তাও বলতে পারেন না।

খাইতে খুব মনচায়। এ নিয়ে গত শুক্রবার অনলাইনে 'মনডায় চায় আলু শৌরা আর গোস্তের টুহরা দিয়া দুইল্যা ভাত খাইতাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। যা দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
  
পরে ময়মনসিংহ জেলা প্রশাসক  মো. এনামুল হকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। শনিবার (১৯ নভেম্বর) সকালে এ প্রতিনিধিকে সাথে নিয়ে নয়াপাড়া গ্রামে গিয়ে ইউএনও ওই বৃদ্ধাকে তিন কেজি গরুর মাংস, রুই মাছ, আলু, তেল, লবন, ডাল ও চাল ছাড়াও শাড়ি এবং দুটি কম্বল দিয়েছেন।   এ সময় বৃদ্ধা শহরবানু আবেগে আপ্লুত হয়ে পড়েন।  

আনন্দে আত্মহারা হয়ে খুশিতে কান্না করে ইউএনওকে জড়িয়ে ধরে বলেন,'আমার লাইগ্যা কেউ মাছ-মাংস কাপড়-ছোপড় লইয়া আইবো এইডা বিশ্বাস করতাম পারতাছি না। মনে অয় স্বপ্নে দেখতাছি। মনে করছিলাম নিজের ইচ্ছাডা বোধঅয় পূরণ অইতো না। ' 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর বলেন, সংবাদটি প্রকাশের পর দৃষ্টি পড়ে ঊর্ধ্বতন প্রশাসনের। তাদের নির্দেশে জেলা প্রশাসক মহোদয় ওই বৃদ্ধার জন্য মাংসসহ প্রয়োজনীয় জিনিপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। কালের কণ্ঠ সব সময়ই অসহায় হতদরিদ্রদের পাশেই থাকে। এই জন্য তারা ধন্যবাদ পাওয়া যোগ্য বলেও জানান তিনি ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2