avertisements 2

চেয়ারকে ‘ঢাল’ বানিয়ে রক্ষা পেলেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় বিদ্রোহী গ্রুপের মোশাররফ ও রঞ্জন রায়কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

৮ বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার বিএডিসি মাঠে আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শত শত আওয়ামী লীগের কর্মী-সমর্থক সম্মেলনে যোগদান করেন।

আমন্ত্রিত অতিথিরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই বিদ্রোহী গ্রুপের সাবেক মেয়র মোশাররফ ও যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে একটি মিছিল সম্মেলনস্থলে প্রবেশ করে মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল ও হামলা শুরু করে। এ সময় কেন্দ্রীয় নেতারা চেয়ার দিয়ে ঢাল বানিয়ে আত্মরক্ষা করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।

১০-১৫ মিনিটব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছেন মঞ্চে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক মিয়া, হাসান মিয়া, এমরান, রেজা মিয়াসহ অন্তত ৫০ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2