৪১তম বিসিএসের ভাইভা দেওয়া হলো না সিফাতের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৮ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

সাদমান ওয়াকিল সিফাত
রাজধানীর বাড্ডার আফতাবনগরে সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম সাদমান ওয়াকিল সিফাত। তিনি ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন ভাইভা দেয়ার কিন্তু এর আগেই প্রাণ হারালেন এই মেধাবী।
রোববার (১৩ নভেম্বর) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদমান ওয়াকিল সিফাত জামালপুরের দেওয়ানগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন। দেয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান তমাল ও বীর উৎমারচর জাহেদা শাহাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা শিখার ছেলে তিনি।
পরিবারের পক্ষ থেকে জানান, সিফাত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ভাইভা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আফতাব নগরের সি ব্লকে সুইমিংপুল রয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে সিফাত সেখানে সাঁতার কাটতে যান। এ সময় সুইমিংপুলে অন্য কেউ ছিল না। পরে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন যান সাঁতার কাটতে। এ সময় সিফাতকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
