থম থমে ফরিদপুর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
এই সমাবেশকে ঘিরে থম থমে ফরিদপুর।বৃহওর ফরিদপুরে চলছে অঘোষিত ধর্মঘট। শহরের প্রতিটি রাস্তাঘাট অলিগলি ফাঁকা।রিক্সা অটো কিছু চলাচল করছে।ফরিদপুর শহর থেকে সভাস্থল প্রায় ৮ কিলোমিটার দুরে কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠ। সেখানে গত বৃহস্পতিবার, রাত থেকে নেতা কর্মীর উপস্থিত হতে শুরু করছেন।
আজ সকালে সমাবেশস্হল প্রায় পূর্ণ দেখাগেছে।সভাস্থলে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা। শ্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে কোমরপুর এম এ আজিজ ইনিস্টিটিউশন মাঠ।
শরীয়তুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, শরীয়তুর, তথা বৃহওর ফরিদপুরের এসব জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা, মাগুড়া, কুষ্টিয়া, নড়াইল,এবং মুন্সিগঞ্জ থেকেও নেতা কর্মীরা ফরিদপুর সমাবেশে যোগ দিতে এসেছেন।
মাগুড়া থেকে আসা ষাটোর্ধ এম এ হালিম বলেন, এ জালিম লুটেরা সরকারের বিরুদ্ধে সারাদেশে গনজোয়ার সৃষ্টি হয়েছে। সরকারের পতন ছাড়া এ জোয়ার থামবে না। সরকার বাস, লঞ্চ,সব বন্ধ করে দিয়ে ও জনসভা থামাতে পারছে না। এই ফরিদপুরের লাখ লাখ মানুষের সমাবেশ হবে ইনশাআল্লাহ।