avertisements 2

তিন পাত্তি গোল্ড ও অনলাইন জুয়ার সিইও জামিলুরসহ আটক ৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে সরিয়ে নেওয়া চক্রের মূলহোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (৩০ অক্টোবর) রাজধানীর মহাখালী ও উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানোর মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2