avertisements 2

বাগেরহাটে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:১৮ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বাগেরহাটের মোল্লাহাট থানা। ফাইল ছবি

বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের বাড়ি থেকে মো. হায়দার মোল্লার (৩০) ও তার ছেলে জিসানের (৩) মরদেহ উদ্ধার করে।

হায়দার বড়গাওলা গ্রামের সোলেমান মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

নিহত হায়দার মোল্লার পরিবারের বরাত দিয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘হায়দার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি আসেন। পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে গত ছয়-সাত মাস ধরে হায়দারের স্ত্রী জোবাইরা খাতুন তার বাবার বাড়িতে আছেন। তবে তাদের সন্তান জিসান হায়দার মোল্লার বাড়িতে দাদীর কাছে থাকত।’

শুক্রবার দীর্ঘক্ষণ হায়দারের ঘর বন্ধ ছিল। প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুজনের মরদহ দেখতে পায়।

পুলিশ বলছে, হায়দার মোল্লা তার ঘরে ছেলে জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে নিজে ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘আমরা ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছি। মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2