ধর্ষণ ও হত্যা মামলার আসামি ১৮ বছর পর গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গ্রেফতার আব্দু মুনাফ
২০০৪ সালের ধর্ষণ ও হত্যা মামলার আসামি হয় টেকনাফের জাদিমুড়া এলাকার আব্দু মুনাফ। তারপর বিভিন্ন ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে সে। এই মামলায় গ্রেফতার এড়াতে সে ১৮ বছর ধরে তিনি লাপাত্তা ছিল। অবশেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করে কক্সবাজার র্যাব-১৫।
গ্রেফতারের পর আত্মগোপনে থাকার কথা র্যাবের কাছ বর্ণনা দেয় মুনাফ। সে স্বীকার করে ২০০৪ সালের ওই ধর্ষণ ও হত্যার সঙ্গে তার জড়িত থাকার কথা।
৪৪ বছর বয়সী মুনাফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মমতাজ মিয়ার ছেলে।
বুধবার কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০০৪ সালে ধর্ষণ ও হত্যা মামলায় ১৮ বছর ধরে পলাতক ছিলেন মুনাফ। পরে তার এলাকায় আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে অনুযায়ী তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।