avertisements 2

পাকা বাড়িতে ওঠার আগেই স্ত্রী-সন্তানসহ প্রাণ গেল নিজামের 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর, বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

মালয়েশিয়ায় আট বছরের প্রবাস জীবনের সবটুকু সম্বল দিয়ে পাকা বাড়ি বানিয়েছে নিজাম। আগামী শুক্রবার কাঁচা ঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে সেই নতুন ঘরে ওঠার কথা ছিল তার। তবে চার দিন আগে সোমবার রাতে স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তারসহ (৪) মারা গেছেন নিজাম উদ্দীন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে স্থানীয় চেয়ারম্যান মো. ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৪ অক্টোবর) গভীর রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিজাম উদ্দীনের ভাতিজা আবদুর রহমান বলেন, কাকা মাত্র একমাস আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। প্রায় আট বছর মালয়েশিয়া ছিলেন তিনি। এবার দেশে এসে পাকা ঘরের কাজ ধরেছিলেন। মাত্র সাত দিন পর কাজ শেষ হয়ে যেতো। আর চার দিনের মধ্যে ভেতরের একটা রুমে ওঠার কথা ছিল চাচার। কিন্তু সোমবার রাতে ঝড়ের মাঝে সবশেষ হয়ে গেছে।

স্থানীয় চেয়ারম্যান মো. ইকবাল বাহার মজুমদার বলেন, সোমবার বিকেলে নিজামের সঙ্গে কথা হয়েছিল। রাতে স্ত্রী-সন্তান নিয়ে মারা গেল।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, সোমবার রাতে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। তাদের পরিবারের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2