avertisements 2

অসুস্থ হাতি দিয়ে মহাসড়কে চাঁদাবাজি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪২ পিএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে অসুস্থ একটি হাতিকে দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে মাহুতের বিরুদ্ধে। সরেজমিন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা হতে আসা ঢাকাগামী বিভিন্ন যানবাহন আটকে চালকদের কাছ থেকে মাহুতকে টাকা তুলতে দেখা যায়।

এ সময় দেখা যায়, বিশালদেহী হাতিটি তার পেছনের বাম পা দিয়ে  ঠিকমতো হাঁটতে পারছিল না। একটু হাঁটার পর সে দাঁড়িয়ে পড়ছিল। এ সময় মাহুত তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে হাতিটি চিৎকার দিয়ে পুনরায় সামনে এগোচ্ছে। এর মাঝে কোনো যানবাহন আসলে সে শুঁড় দিয়ে যানবাহন আটকে দিচ্ছে। চালক ঘটনা বুঝতে পেরে হাতির শুঁড়ে বিভিন্ন অংকের টাকা গুঁজে দিলে তাকে ছেড়ে দিচ্ছে। 

এ সময় স্থানীয় সমাজসেবী আবুল হোসেন মোল্লা বলেন, একটা অসুস্থ হাতি দিয়ে এভাবে মহাসড়কের দীর্ঘ পথ হাঁটানো এবং চাঁদা তোলা খুবই অমানবিক কাজ। পশুটি ঠিকমতো হাঁটতে পারছিল না। তার জরুরি চিকিৎসা প্রয়োজন।

এ প্রসঙ্গে হাতিটির মাহুত পাগলা জসিম বলেন, হাতিটি দি লায়ন সার্কাসের। ওর নাম ‘বাহাদুর’। বরিশাল ও রাজবাড়ীতে সার্কাস শেষ করে তারা ঢাকায় ফিরছে। হাতিটার পায়ে লোহা বিঁধে কিছুটা অসুস্থ হয়েছে। ঢাকার ফিরে ওর চিকিৎসা করাব। চলার পথে হাতি এবং তার নিজের খাবার খরচ জোগাতে পরিবহণ চালকদের কাছ থেকে সহযোগিতা হিসেবে টাকা তুলছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2