যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও সরঞ্জামাদিসহ সন্ত্রাসী আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
যশোর শহরতলীর চাঁচড়া শিবমন্দির এলাকা থেকে ইকবাল হোসেন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২৪ অক্টোবর) সকালে ইকবাল হোসেনকে অস্ত্র মামলায় আদালতে হাজির করা হয়।
এর আগে রোববার (২৩ অক্টোবর ) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার চাচঁড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন যশোর সদর উপজেলার চাচঁড়া ভাতুরিয়া দাড়িপাড়া এলাকার মৃত. মহর আলী বিশ্বাসের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে একটা ওয়ান শুটারগানসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে যশোর চাচঁড়া মধ্যপাড়া মকছেদের পুকুরের উত্তর পাড়ে কলাগাছের গোড়ার মাটির নিচ থেকে আরো একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরবর্তীতে ইকবালের বাড়ির বসত ঘরের খাটের নিচ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়।