ঝড়ের তান্ডবে বাসের ওপরে ভেঙে পড়লো বিলবোর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১৭ পিএম, ১২ জুলাই,শনিবার,২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে দুই বাসের ওপরে ভেঙে পড়েছে একটি বিশালাকৃতির বিলবোর্ড। সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে এ ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয়রা।
সোমবার রাতে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটি ওপর আছড়ে পড়ে। আগেও সামান্য বাতাসে এসব বিলবোর্ডের ভেঙে পড়ার নজির রয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করি। তাছাড়া আমি নিজেও এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ড এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।