সকালে ছোট ভাইকে দাফন, বিকেলে বড় ভাইয়ের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২১ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল খালেক মোল্লার (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খালেক মোল্লাকে দাফন করে বাড়ি ফিরতে না ফিরতেই বিকেল চারটার দিকে না ফেরার দেশে চলে যান তার আপন বড় ভাই ডা. আব্দুল লতিফ মোল্লা (৭৩)। কাছাকাছি সময়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আব্দুল খালেক মোল্লা রাজবাড়ী অংকুর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল ছিলেন। এছাড়া তিনি আলহাজ নিজাম উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক ছিলেন। গত ৪ অক্টোবর তার একমাত্র ছেলে রায়হান মোল্লা (২২) স্ট্রোক করে মারা যান। খালেক মোল্লা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভুগছিলেন।
এরইমধ্যে একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় দশদিন ফরিদপুর ডাযাবেটিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মারা যান তার বড় ভাই ডা. আব্দুল লতিফ মোল্লা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
আব্দুল লতিফ মোল্লা ও আব্দুল খালেক মোল্লা মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর গ্রামের মৃত আব্দুল করিম মোল্লার ছেলে। সাত ভাইয়ের মধ্যে লতিফ মোল্লা তৃতীয় ও খালেক মোল্লা চতুর্থ।