avertisements 2

‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম’ মানববন্ধন করে আইনজীবি বহিস্কার 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

‘ঘুষ, দুর্নীতি আর ন্যায়বিচার এক সাথে চলে না’এমন স্লোগান সংবলিত লিফলেট বিতরণ ও সহযোগীদের নিয়ে মানববন্ধন করায় মাহাবুবুল ইসলাম নামে এক আইনজীবীকে ১৫ দিনের জন্য আইনপেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে কারণদর্শানোরও নোটিশ দেয়া হয়েছে। তবে এই নির্দেশনা পাওয়ার পরপরই তিনি আবারও রাজপথে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছেন।

গত ১০ অক্টোবর মাহাবুবুর ইসলামের নেতৃত্বে কয়েকজন আইনজীবী বিচার বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন। সেখানে তারা দাবি করেন, অ্যাফিডেভিট করতে নির্দিষ্ট ফি’র অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এক হাজার টাকার কমে কোন নকল সরবরাহ করা হচ্ছে না। রেকর্ড রুম থেকে নথি পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। আদালতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিচার প্রার্থীদের মামলা খরচ অনেক বেড়ে যায়।

এর প্রেক্ষিতে বুধবার মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এএফএম নূরতাজ আলম বাহারের স্বাক্ষরে মাহাবুবুর রহমানকে ১৫ কার্যদিবসের জন্য আইনপেশা থেকে বিরত থাকা এবং কারণদর্শানোর নোটিশ দেয়া হয়। মাহাবুবুর ইসলাম ও তার সাথীদের কর্মকাণ্ডে বার ও বেঞ্চের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে ও জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের দ্বাদশ অধ্যায়ের ২০ এর ‘ক’ লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরাও রয়েছি। আইনজীবী মাহাবুব ইসলাম নিজেই সঘোষিত একটি কমিটি করে তার আহবায়ক হয়েছেন। প্রতিবাদের নামে তিনি সিংগাইর জজ আদালতের ভেতরে গিয়ে কর্মচারী ও জজ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর সিনিয়র জেলা ও দায়রা জজ বিষয়টি জানতে চেয়ে সমিতিকে পত্র দিয়েছেন। তাই সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী মাহাবুবুর ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া তার সাথে আরো ৫জন আইনজীবীকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে বুধবার নোটিশ পাওয়ার পরপরই বিকালে আদালত চত্বরের বাইরে শহীদ রফিক সড়কে মাহাবুবুর ইসলামের প্রতিবাদ করেন। প্লাকার্ডে তিনি লেখেন ,‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম। করলাম প্রতিবাদ, হইলাম বহিষ্কার। আমাকে ভিক্ষা দিন।’

আইনজীবী মাহাবুবুর ইসলাম বলেন, ঘুষ দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, আন্দোলন চলবে। বৃহস্পতিবার তিনি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এর প্রতিবাদ জানাবেন বলে জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2