ভোটারদের রিসোর্টে রেখেও নির্বাচনে হারলেন এমপির প্রার্থীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলার ভোটারদের অন্য উপজেলার একটি রিসোর্টে খাওয়া-দাওয়া ও রাত্রিযাপনের ব্যবস্থা করেও নিজের পছন্দের প্রার্থীদের জয়ী করতে পারেননি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বাসাইলের মোহাম্মদ হোসাইন খান সবুজ অটোরিকশা প্রতীকে এবং সখীপুর উপজেলার খন্দকার কামরুল ইসলাম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।
বাসাইলের মোহাম্মদ হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট এবং বিজয়ী প্রার্থী নাছির খান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট। আর সখীপুরের কামরুল হাতি প্রতীকে পেয়েছেন ৩১ ভোট এবং বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন।
এর আগে গতকাল রোববার (১৬ অক্টোবর) রাতে দুই উপজেলার ভোটারদের নিয়ে কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে মিলিত হন সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। সেখানে সবার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে নিজের পছন্দের প্রার্থীদের জন্য ভোট চান তিনি। পরে রিসোর্টে ভোটারদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন।
এলেঙ্গা রিসোর্ট লিমিডেটের ম্যানেজার ফখরুল আলম বলেন, গতকাল দুইজন ব্যক্তি রিসোর্টের পাঁচটি কটেজ ভাড়া নেন রাত্রিযাপনের জন্য। এছাড়াও রাতে তারা রিসোর্টেই খাবার খেয়েছেন। সেখানে একজন এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন।