জুতার ভেতর কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০১ এএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

যশোরের শার্শা উপজেলার বেনাপোল রেলস্টেশনে এক যুবকের জুতার ভেতর থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তির নাম অনিক কুমার বিশ্বাস (৩০)। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে। তাকে সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘বিজিবি গোপন সংবাদে জানতে পারে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় ‘
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৪৮ হাজার টাকা বলে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।