আগুনে পুড়লো ঘর, দগ্ধ হয়ে দাদি-নাতনির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে রোববার (১৬ অক্টোবর) রাত এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনছার ব্যাপারী পাড়া এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)। সম্পর্কে তারা দাদি ও নাতনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণ পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করেন। বরু বিবি ও শিশু তাসমিয়া অসুস্থ ছিলেন। তাই আগুনের সময় সবাই ঘরের বাইরে বের হতে পারলেও তারা দুজন ঘরে আটকা পড়েন। সেখানেই পুড়ে মারা যান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, বৈদ্যুতিক সট-সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। আগুনে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই আগুন মুহূর্তে ঘরে ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে মারা যান বৃদ্ধা বরু বেগম ও তার নাতি রমজানের মেয়ে তাসমিয়া।
এছাড়া আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।