avertisements 2

জেলা পরিষদ নির্বাচন: নবীনগরে প্রথম ভোট পড়লো আধাঘণ্টা পর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩৯ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সারাদেশের ৫৭টি উপজেলায় চলছে জেলা পরিষদ নির্বাচন। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলাতেও হচ্ছে ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

এদিকে নবীনগর উপজেলায় ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পর প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছেন নোয়াব আলী। তিনি উপজেলার বরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যসহ মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার (আনারস প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম (মোটর সাইকেল প্রতীক)।

নির্বাচনের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, কড়া নিরাপত্তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬ জন অস্ত্রধারী পুলিশ, ১৭ জন আনসার, ৭ জনের একটি মোবাইল টিম, ৮ সদস্য বিশিষ্ট একটি স্টাইকিং টিম, ওসির নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডবাই টিম থাকবে। এছাড়াও রয়েছে বিজিবি ও র‍্যাবের একাধিক টিম।

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৫টি পৌরসভায় জনপ্রতিনিধির সংখ্যা ১৩৯৬ জন। এর মধ্যে ৩ জন জনপ্রতিনিধির মৃত্যুতে জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১৩৯৩ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2