ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে: কাদের সিদ্দিকী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৪ এএম, ১ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:৪২ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, সমাবেশে এসেছি মহানবী (সা.) এর অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আপনারা যারা ইসলামী আন্দোলন করেন তাদের প্রতিটি আন্দোলন ব্যার্থ হয়েছে। তার পেছনের কারণ আপনার স্লোগান দেন জোরে জোরে কিন্তু এর অর্থ বুঝতে চান না। ফ্রান্সের পণ্য বর্জন করলে নিশ্চয় সেটা কার্যকরী হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহামামদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে। কিন্তু কারও গালে জুতা মারো তালে তালে বললে আপনাদের অপমান হবেন, আপনারা নিচু হবেন। আমি এসেছি রসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে আমি এটা কর্তব্য মনে করেছি বলে এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ যে কোন আন্দোলনে যে কোন প্রতিবাদে মানুষকে সরিক করবেন জয় লাভ করবেন।
মানুষের মধ্যে আল্লাহ বসবাস করেন। তাই মানুষকে বাদ দিয়ে আপনার কিছু টুপি পরা মানুষ মিছিল করলেই জয়যুক্ত হবেন না। আমার মনে হয় না আপনারা একজন মানুষের কাছেও গিয়েছেন। আপনাদের মাদ্রাসা মসজিদ বাদে আপনারা একজন মানুষের কাছেও যাননি।
বঙ্গবীর আরো বলেন, একদিন যখন হানাদারনা সমস্ত বাংলাদেশকে ছেয়ে ফেলেছিলো তখন অনেক মানুষ ইদুরের গর্তে লুকিয়ে ছিলো আমি প্রতিবাদ করেছিলাম। আজকেও আমি এই প্রতিবাদে সামিল হতে পারতাম না। আমার বাসার পশ্চিমে মসজিদের ঈমাম যখন বলছিলেন আগামীকাল ১০টায় বড় মসজিদ থেকে প্রতিবাদ হবে আমি তার কথা শুনে এই প্রতিবাদে শরিক হয়েছি। আপনারা আল্লাহ রসুলে ভরসা করেন মানুষকে ভালোবাসেন মানুষকে সামিল করেন। যদি গ্রামে-গ্রামে ঘরে ঘরে মানুষকে শরিক করতে পারেন আপনাদের কোন আন্দোলন ব্যর্থ যাবে না।
আমি সরকারের কাছে অনুরোধ করবো সরকার বাহাদুর আপনিও ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করুন। প্রয়োজন হলে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করুন। এই কঠিন সময়ে আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন।
বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি হাফেজ শামসুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় হাজার হাজার মুসুল্লীরা সমাবেশে অংশ গ্রহন করেন।