avertisements 2

সিআইডি পরিচয়ে হত্যা তদন্তে গিয়ে টাকা দাবি, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৫ পিএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

Text

বগুড়ার শাজাহানপুরে সিআইডি পরিচয়ে স্কুলছাত্র হত্যার তদন্তে গিয়ে টাকা দাবি করায় আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নুরুজ্জামান বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের জয়নাল শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান মাদলা লক্ষ্মীকোলা কাজিপাড়া গ্রামের স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় হত্যার তদন্তে যান। সিআইডি পরিচয় দিয়ে খরচ বাবদ এক হাজার টাকা দাবি করেন। এসময় বিজয়ের বাবা সাইদুল ইসলাম সরল মনে ৫০০ টাকা দেন। কিন্তু প্রতারক নুরুজ্জামান আরও ৫০০ টাকার জন্য চাপাচাপি করেন। তখন সন্দেহ হলে তার কাছে সিআইডির পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজয়ের বাবা সাইদুল ইসলাম মামলা করেছেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2