avertisements 2

টেনেটুনে চলছে অভাগা ধনু মিয়ার সংসার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৪ পিএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

রাত তখন ১২টা। রিকশাচালক ছেলে তখনো ঘরে ফেরেননি। তাই রাস্তায় দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় পায়চারি করছেন ৬৫ ঊর্ধ্ব মো. ধনু মিয়া। সাড়ে ১২টার দিকে ছেলে রুহুল আমিন (২৫) ফিরলে হাসি ফোটে ধনু মিয়ার মুখে। গতকাল বুধবার মধ্যরাতে বাবা-ছেলের ভালোবাসার এ দৃশ্যের দেখা মেলে সিলেট নগরের নবাবরোড পূর্ব ঘাসিটুলা এলাকায়। সে এলাকাতেই মতিন মিয়ার কলোনিতে তাঁরা ভাড়ায় থাকেন।

প্রতি রাতে ধনু মিয়া ছেলের প্রতীক্ষায় থাকেন। ছেলে বাসায় ফিরলে তবেই তাঁর মনে শান্তি মেলে। তাঁর দুই ছেলে। এর মধ্যে রুহুল আমিন বড়। জন্ম থেকেই রুহুল প্রতিবন্ধী। তাঁর বাঁ হাত ও পা চিকন। তাই দুটি অঙ্গ সেভাবে কাজ করে না। তবে এই প্রতিবন্ধকতা সত্ত্বেও রুহুল রিকশা চালিয়ে এখন পুরো পরিবার চালাচ্ছেন। ধনু মিয়া বললেন, ‘রুহুল জন্ম থাকি প্রতিবন্ধী। কিন্তু সে একলাই পরিবারটারে টাইনা নিতাছে।’

ধনু মিয়া বলেন, তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামে। ১৯৯৩ সালে তিনি অভাবের তাড়নায় সিলেট শহরে এসেছেন। তখন রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নেন। এই শহরেই বিয়ে করেন। একে একে তাঁদের তিন মেয়ে ও দুই ছেলের জন্ম হয়। তিন মেয়ের বিয়ে এই শহরেই দিয়েছেন। মেজ মেয়ের স্বামী হঠাৎ উধাও হয়ে যান। তাই আট বছর ধরে মেজ মেয়ে তাঁর দুই ছেলেকে নিয়ে ধনু মিয়ার সংসারেই থাকেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2