avertisements 2

মোংলায় বসতবাড়ি থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

মোংলার মিঠাখালী ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া তক্ষক। ছবি : সংগৃহীত 

মোংলায় বসতবাড়ির রান্না ঘরের জ্বালানি কাঠের মাচা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বুধবার রাতে তক্ষকটি উদ্ধারের পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাটাখালী টহল ফাঁড়ির বনের ভেতর ছেড়ে দেয় বনবিভাগ।

স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার মো. কামাল গোলদারের বসতবাড়ির রান্নাঘরের জ্বালানি কাঠের মাচার ওপর একটি তক্ষক দেখতে পান তাঁর স্ত্রী নিলুফা বেগম।

পরে গতকাল বুধবার সন্ধ্যায় বনবিভাগকে খবর দেন। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে তক্ষকটি উদ্ধার করে বনবিভাগ। তক্ষকটি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বনের কাটাখালী টহল ফাঁড়ির বনাঞ্চলে অবমুক্ত করে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘তক্ষকটি লম্বায় নয় ইঞ্চি ও ওজন সাড়ে তিনশ গ্রাম। এর আগেও বন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছিল। বুধবার কামাল গোলদারের বাড়িতে এ তক্ষকটি পাওয়ার পর একটি অসাধু চক্র সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চক্রটি বাড়ির মালিক কামাল ও স্ত্রী নিলুফাকে নানা প্রলোভন দেখিয়ে বলেন এটি মূল্যবান, বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। তবে তাঁরা কোনভাবেই প্রলুব্ধ না হয়ে বনবিভাগকে খবর দেন এবং তক্ষকটি উদ্ধারে সহায়তা করেন।’

শাহজাহান বলেন, ‘বন্যপ্রাণী ধরা, আটকে রাখা, বিক্রি বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। কোনো প্রাণী লোকালয়ে এলে উদ্ধার করে সুন্দরবনে ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি।’

এ সময় উপস্থিত ছিলেন জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান, কাটাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, স্থানীয় বাঘবন্ধু সদস্য মো. মারুফ বাবু, বিটিআরটি সদস্য মো. হাকিম, সিপিজি সদস্য মো. পিন্টু, মো. ইমরান ও সুন্দরবন ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাওছার প্রমুখ

বিষয়:

আরও পড়ুন

avertisements 2