বিদেশি পিস্তল-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:০৬ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজবাড়ীতে আমেরিকার তৈরি ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ পাংশা পৌর কাউন্সিলর তাজুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন পাংশা কোড়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে পৌরসখভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম তাইজেল (৪০) ও নরায়ণপুরের আব্দুর রহমান মীরের ছেলে মোঃ হৃদয় মীর (২২)।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, কালুখালীর শাওরাইলের চারাখালীর পাঞ্জু শিকদারের মেহগুনি বাগানের পশ্চিম খালের পাড় থেকে ৭ মামলার আসামি পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ও ৫ বিচারাধীন মামলার আসামি হৃদয়কে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, চলতি মাসে ৮টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজন সন্ত্রাসীকে জেলা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।