avertisements 2

নাসির গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের বড় ভাইয়ের ছেলে কিবরিয়া বিশ্বাস।

নাসির উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান। স্বাধীনতার পর তিনি নাসির গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপ এখন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। এই গ্রুপের ব্যবসা গ্লাস, তামাক, মুদ্রণ ও প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প ইত্যাদি খাতে বিস্তৃত।

নাসির উদ্দিন বিশ্বাস শিক্ষা ও স্বাস্থ্যখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নিজের উপজেলা দৌলতপুরের ১৪ ইউনিয়নে ১৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়।

এছাড়া তিনি গড়ে তোলেন নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাই স্কুল, নাসির উদ্দিন বিশ্বাস কলেজ, নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2