avertisements 2

ডিবি পরিচয়ে শিক্ষকের টাকা-মোবাইল ছিনতাই, কারাগারে ৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

হবিগঞ্জের মাধবপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে স্কুলশিক্ষকের টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতাররা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আকরামের ছেলে মো. হাসান (২৫), বগুড়ার দুপচাচিয়া উপজেলার দুপচাপিয়া গ্রামের মৃত মঈনুল ইসলামের মেয়ে মিলি বেগম (২৮) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে বিল্লাল হোসেন। ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তারা।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর দুপুরে সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় মাধবপুর উপজেলা সদরে একটি ব্যাংক থেকে ৬ লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শিক্ষককে গাড়িতে তোলেন। পরে গাড়ির ভেতরে জিম্মি করে সঙ্গে থাকা ৬ লাখ ৮৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এরপর তাকে নরসিংদীর পাঁচদোনা নামক স্থানে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। ছিনতাইকারীরা চলে গেলে ওই শিক্ষক মাধবপুর থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর রাতে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন থেকে এ চক্রটি বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। ছিনতাই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। 
 রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2