avertisements 2

হাতে মেহেদী পড়ায় ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করলেন প্রধান শিক্ষক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫১ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গাজীপুরের শ্রীপুরে হাতে মেহেদি পরায় বোনের সামনেই স্কুলছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল দুপুর ১টার দিকে শ্রীপুর পৌর শহরের আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম তাইমুন নুসরাত হাসি। ১৪ বছর বয়সী হাসি একই স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্রী এবং অভিযুক্ত মশিউর রহমান অত্র গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী হাসি বলেন, হঠাৎ পেটে ব্যথা শুরু হওয়ায় প্রধান শিক্ষককে জানানো হয়। কিন্তু অভিভাবককে স্কুলে আসতে বলেন অন্য শিক্ষকরা। পরে স্কুলে আসেন আমার বোন সিফাত। এরপর আমাকে নিজ কক্ষে ডেকে নিয়ে ছুটির কারণ জানতে চান প্রধান শিক্ষক। এ সময় আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে মেহেদি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এক পর্যায়ে বোনের সামনেই লাঠি দিয়ে আমাকে পেটাতে থাকেন। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি আমি।

ছাত্রীর বড় বোন সিফাত বলেন, স্কুল থেকে ফোনে হাসির অসুস্থতার খবর জানানো হয়। আমি যাওয়ার পর হাসিকে ডেকে নেন প্রধান শিক্ষক। পরে হাতের আঙুলে মেহেদি দেখেই ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন ‘মেহেদি পরতে পারো, আবার পেটে ব্যথা কিথ। এ বলে লাঠি হাতে নিয়ে আমার বোনকে পেটাতে থাকেন তিনি। পেটানোর বিষয়ে জানতে

চাইলে প্রধান শিক্ষক বলেন ‘মন চাইছে তাই মারছিথ। পরে আহত অবস্থায় হাসিকে মাওনা এ কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।অভিযুক্ত আবেদ আলী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, মেহেদি পরা আমার স্কুলের নিয়ম নেই। তাই একটু শাসন করেছি। তবে বেশি পেটানো হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন এক অভিভাবক। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2