জমিতে ধান রোপনে সময় বজ্রপাতে নারীসহ ৮ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০৫ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জমিতে চারা রোপনের কাজ করার সময় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো, উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। আহতদেরকে প্রথমিকভাবে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উক্ত হাসপাতালে নিয়ে আসেন।