avertisements 2

জেলায় জেলায় ঘুরে চুরি করে বেড়ান চার বোন, উত্তরা থেকে গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

আবাসিক বাসভবনে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। তারা  কিন্তু দেশজুড়ে জেলায় জেলায় ঘুরে ঘুরে চুরি করে বেড়ান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আটক চার নারী সম্পর্কে বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। পুলিশ জানিয়েছে এর আগেও তাদের গ্রেফতার করা হয়েছিল। তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসিন।

আটক চার বোন হলেন, আকলিমা খাতুন (২২),  মুন্নি আক্তার (২০),  তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তন্মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

ওসি জানান, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।  এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2