স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ এএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫
ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদিক শোভন (২২) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শোভন (২২) মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আবদুল জলিল হাওলাদারের ছেলে। এলাকায় সে ‘টিকটকার বয়’ নামেও পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে শোভনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওই কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে। পরে বিভিন্ন সময় ব্লাকমেইল করে ধর্ষণ ও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সর্বশেষ ওই কিশোরীর ভাড়া বাসায় এসে চারজনের সহায়তায় ধর্ষণ করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শোভনসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মামলার পর শোভন নামের প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।