avertisements 2

কাজের খোঁজে দ্বারে দ্বারে জন্মান্ধ সাইফুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৮ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

শারীরিক প্রতিবন্ধকতা দূরে ঠেলে একটি কাজের খোঁজে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ফেনীর পরশুরাম উপজেলার জন্মান্ধ সাইফুল ইসলাম রতন (২৩)। তিনি উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কিছমত টেটেশ্বর এলাকার মৃত সফিকুর রহমানের ছোট ছেলে।

সক্ষমতা অনুযায়ী সুবিধাজনক কাজের কথা উল্লেখ করে রতন বলেন, কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে রিসিপশনে অথবা হাতের ইশারায় করা যায় এমন ক্ষেত্রে চাকরি পেলে এ দুর্বিষহ জীবন কাটিয়ে উঠা সম্ভব।

তিনি বলেন, ২০১৭ সাল থেকে একটা কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি। বিভিন্ন দপ্তরে আবেদনও করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি।সরকারি সহায়তা প্রসঙ্গে রতন বলেন, প্রতি মাসে ৭০০ টাকা ভাতা পাচ্ছি। কিন্তু তা দিয়ে বর্তমানে একদিনের বাজারও চলে না।

বিকল্প ভাবনার কথা উল্লেখ করে সাইফুল ইসলাম রতন আরও বলেন, আমি কখনোই ভিক্ষাবৃত্তি করিনি, আগামীতেও করব না। তবে যদি কর্মসংস্থান না হয় তাহলে প্রশাসন, বেসরকারি সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তি উদ্যোগে সহায়তার মাধ্যমে একটি গাড়ি কিনে সেটি ভাড়া দিয়ে দিলে আমার পরিবার নিয়ে চলা সহজ হবে। অন্যথায় এ নির্ভর করা জীবন নিয়ে আর পারছি না।

উল্লেখ্য, পরিবারের ছোট সন্তান রতন। তার ২ বোন বিবাহিত এবং একমাত্র ভাই ঢাকায় একটি সুপার শপে চাকরি করছে। কোনো সহৃদয়বান ব্যক্তি চাইলে রতনের এ নম্বরে ০১৮৭৪২১৫৮৮৩ সহায়তা করতে পারেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2