avertisements 2

প্রেমিকের চিঠি মায়ের হাতে, অভিমানে স্কুল ছাত্রীর আত্নহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

Text

প্রতীকী ছবি

প্রেমিকের চিঠি মায়ের হাতে পড়ায় অভিমানে আত্মহত্যা করেছেন ৫ম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার আশ্রয়ণ প্রকল্প আদর্শ গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই স্কুলছাত্রীর নাম শৈলী। শৈলী ওই গ্রামের ছাইদুর রহমানের মেয়ে এবং আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।  

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রবিবার বিকেলে শৈলীর হাতের মুঠোয় একটি চিঠি দেখতে পান তার মা সোনেকা। শৈলী চিঠিটি লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার মা ক্ষুব্ধ হয়ে তাকে খারাপ ভাষায় গাল-মন্দ করেন। এতে অভিমান করে শৈলী ওই রাতেই শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ শৈলী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলীর পরিবার থেকে তার মা সোনেকা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ইউডি মামলা করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2