avertisements 2

শিক্ষক দম্পতির রহস্যজনক মৃত্যু, প্রাইভেটকারে মিলল মরদেহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩৮ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

গাজীপুরের টংগীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন ও তাঁর সহধর্মিণী আমজাদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি রহস্যজনক মৃত্যু। 
বৃহস্পতিবার (১৮ মে) ফজরের নামাজের সময় বড় বাড়ি, বগার টেক জয়বাংলা সড়কের পাশে নিজস্ব প্রাইভেটকারের মধ্যে তাঁদের দু'জনের লাশ পাওয়া যায়।


মামুনের ছোটভাই ওয়াসিম জানান, গতরাতে তারা বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বগারটেক এলাকার সড়কে নিজ প্রাইভেটকারে বসা অবস্থায় তার স্বজনরা তাদের উদ্ধার করে। পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বজনরা গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। লাশ গাছা থানায় রয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গাছা থানার ওসি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2