avertisements 2

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ২০ জন। পুলিশের গাড়ি ভাংচুর করেছে তারা।

সোমবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত দুই গ্রুপের মাঝে বাকবিতণ্ডার পর তারা সংঘর্ষের জড়িয়ে পরে।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গাড়িও ভাংচুর করে ছাত্রলীগের কর্মীরা।

পরে পুলিশ শিল্পকলা একাডেমী হলের মধ্যে ঢুকে ছাত্রলীগের কর্মীদের উপর অতর্কিত লাঠিচার্জ করে। এ ঘটনায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বরগুনা লঞ্চঘাটের একটি কক্ষ থেকে চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত ২৪ জুলাই জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মী মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।

আজ সকাল ১১টার দিকে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের উর্ধ্বতন নেতৃবৃন্দ। 

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিশাত হাসান প্রিন্স ও তাদের সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমিতে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারিকুল ইসলাম বলেন, পুলিশ ছাত্রলীগের উপর লাঠিচার্জ করেনি, হলরুম থেকে কর্মীদের বের করে দেওয়া হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2