avertisements 2

নৌবাহিনী কর্মকর্তাকে পিটালেন হাজি সেলিমের ছেলের নিরাপত্তা কর্মীরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩২ পিএম, ২৬ অক্টোবর,সোমবার,২০২০ | আপডেট: ০৩:২৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িতে ধাক্কা লাগায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর কর্মকর্তাকে পিটানো হয়েছে। সেলিমের ব্যক্তিগত লোকদের পিটুনিতে লেফটেন্যান্ট ওয়াসিম নামক একজন নৌবাহিনী কর্তার দাঁত ভেঙ্গে গেছে। রবিবার রাতে ৮টার দিকে রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আহত লেফটেন্যান্ট ওয়াসিম বলছেন, বই কিনে স্ত্রীসহ ফিরছিলেন তিনি। সংসদ সদস্যের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এর পরপরই মোটরসাইকেল থামিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা কিছুই শুনতে চাননি। তারা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে দুই জন মিলে মারধর শুরু করে মোটরসইকেল আরোহী নৌবাহিনীর কর্মকর্তাকে। এতে তার দাঁত ভেঙে গেছে। তার স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে বলে দাবী করা হয়। ভিডিওতে গাড়ির নম্বর দেখা যায় ঘ ১১-৫৭৩৬।

বিষয়: নৌবাহিনী

আরও পড়ুন

avertisements 2