ফেসবুকে সরকারবিরোধী কটূক্তির অভিযোগে, যুবক আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৭ এএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

ফেসবুকে সরকারবিরোধী কটূক্তি করার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় এক যুবককে আটক করেছে হাতিয়া থানার পুলিশ। আটক যুবক মো. তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার বাসিন্দা।
হাতিয়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী কটূক্তি করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাকে আটক করে তারা।
সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে কি নিয়ে তিনি কটূক্তি করেন তা জানায়নি পুলিশ।
হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হবে।