পরিচয় গোপন রেখে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা ফেরত দিলেন দিনমজুর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩৭ পিএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫
বরিশালে নগরীর এক আটা-ময়দার মিল মালিক শংকর কুমার সাহা তার হারিয়ে যাওয়া প্রায় দুই লাখ টাকা ফিরে পেয়েছেন। টাকাটি তাকে ফিরিয়ে দিয়েছেন এক দিনমজুর। মঙ্গলবার (০৯ আগস্ট) বিকালে টাকা ফিরে পেয়েছেন ওই ব্যবসায়ী।
শংকর কুমার সাহা নগরীর বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক। তিনি জানান, ৬ আগস্ট (শনিবার) বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়। ওই টাকা একটি শপিং ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। পথে খানা-খন্দে ভরা রাস্তায় শপিং ব্যাগ ছিঁড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পান টাকাভর্তি ব্যাগ নেই!
তাৎক্ষণিক টাকার সন্ধানে নেমে পড়েন শংকর। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলোর ফুটেজ দেখেও কোনো সন্ধান মেলেনি। ৮ আগস্ট সারা দিন মাইকিং করেন তিনি। টাকা ফেরত দিলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছিল।
শংকর সাহা বলেন, ‘টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে গতকাল বেলা ১১টার দিকে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে বলেন, আমার টাকা হারিয়ে গেয়ে কি-না? টাকার পরিমাণ কত জানতে চান। নিশ্চিত হয়ে বিকালে তার কার্যালয়ে গিয়ে টাকা আনতে বলেন।’
তিনি বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরিব মানুষ। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি। এমনকি তাকে চোখে দেখেননি বলে জানান শংকর সাহা।
নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন বলেন, ‘টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি একজন শ্রমিক। এক কথায় দিনমজুর। টাকা কুড়িয়ে পেয়ে তিনি বাসায় নিয়ে যান। পরে টাকার মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে আমার কাছে টাকা জমা দিয়ে গিয়েছেন।’
কাউন্সিলর জানান, ‘লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় কারও কাছে জানাতে নিষেধ করেছেন।’