এক পরিবারেই ৪ জন ভুয়া চিকিৎসক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৪ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে এমবিবিএস ডিগ্রি ছাড়াই বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেয়ার অভিযোগে একই পরিবারের চার সদস্যকে জরিমানা ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন, অনিতা রানী শর্ম্মাধিকারী, রণজিৎ শর্ম্মাধিকারী, সুমিতা রানী শর্ম্মাধিকারী ও প্রণব শর্ম্মাধিকারী।
রোববার (৭ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন এ আদেশ দেন। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির সাংবাদিকদের জানান, জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শর্ম্মা মেডিকেল হলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন বলেন, শর্ম্মা মেডিকেল হলে অভিযুক্ত চারজন নিজেদের চিকিৎসক দাবি করে অর্শ, গেজ, ওরিশ ও ভগন্দরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে আসছিলেন। তাদের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ও সনদ নেই। কিন্তু তারা বিভিন্ন সময় রোগীদের অপারেশনও করিয়েছেন। তাই তাদের প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।