avertisements 2

প্রেমে ব্যর্থ ছাত্রলীগ নেতার আত্মহত্যা চেষ্টা, ঠেকালেন ইউএনও

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:২৮ পিএম, ১৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬

Text

প্রেমিকা প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণ। খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
সোমবার (১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন করায় সহ্য পারেননি ওই যুবক। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় ফেসবুক লাইভে ছিল সে।

তরুণ জানান, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আমাকে ভুলে এখন মেয়েটি অন্য ছেলেকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এজন্যই অভিমানে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।

কালিগঞ্জ উপজেলার ইউএনও খন্দকার রবিউল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ফেসবুক লাইভে এসে ছেলেটি আত্মহত্যার হুমকি দেয়। ঘটনাটি তাৎক্ষণিক প্রশাসনের দৃষ্টিতে আসে। আমি ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দশ মিনিটের মধ্যেই সে বাড়িতে পৌঁছাই। ছেলেটি ঘরের দরজা খুলতে চায়নি। বাইরে থেকে টানা এক ঘণ্টা বোঝানোর পর সে দরজা খুলতে সম্মত হয়।

তিনি আরও জানান, আমি যাওয়ার আগে ওই তরুণ অনেকগুলো ঘুমের ওষুধ খায়। উদ্ধার করার পর সে অসুস্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2