avertisements 2

আওয়ামী লীগ নেতার বক্তব্যে তোলপাড়

‘ইভিএমে কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫১ এএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক ওরফে রাসেল। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতা বলেন, ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনেরও কিছু নেই। এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। 

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। বিব্রতবোধ করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সাধারণ ভোটারদের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ঐ আওয়ামী লীগ নেতার নাম জোবায়দুল হক ওরফে রাসেল। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য। গত শনিবার সন্ধ্যায় তাঁতেরকাঠি মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে জোবায়দুল হক ঐ বক্তব্য দেন। ঐসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক পাশে বসা ছিলেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, যে বক্তব্য দিয়ে বিএনপি ও জামায়াত নেতারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। সেই বক্তব্য যদি আওয়ামী লীগ নেতারা দেন, তাতে সরকার তথা আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হয়। মুখে লাগাম দিয়ে কথা বলা প্রয়োজন।

জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, ইভিএমে ভোট গ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী সোমবার রাত থেকে বহিরাগত কেউ এলাকায় থাকতে পারবে না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2