নববধূকে নিয়ে কক্সবাজার যাওয়ার স্বপ্নপূরণ হলো না রাজিবের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছবি : সংগৃহীত
বিয়ে করেছেন কিছু দিন আগে। স্ত্রীকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল শনিবার (২৩ জুলাই) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব চন্দ্র দাস (২৫) মারা গেছেন।
এর আগে শুক্রবার দুপুরে ফেনী থেকে কোম্পানীগঞ্জ আসার পথে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।
রাজিব চন্দ্র দাস কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ললিত মোহন দাসের বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।
রাজিবের বড় ভাই সুমন চন্দ্র দাস বলেন, ভাই বিয়ে করেছে কিন্তু বউকে নিয়ে ঘুরতে যায়নি কোথাও। গতকাল বউকে বলেছে, আমি ফেনী থেকে এসে তোমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। কিন্তু আসার পথেই পিকআপ ভাইয়ের সিএনজিকে ধাক্কা দেয়।
সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মিকন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র ফেনী থেকে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই রাজিবের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নববধূ স্মৃতি রানী দাস বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।