avertisements 2

ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৯ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

Text

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের সাহা পাড়ার কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক স্ট্যাটাসে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা। 
শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান দেন। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুসহ প্রশাসনের কর্মকর্তারা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2