স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪৪ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ছবি- সংগৃহীত
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী বর্ষারাণী রাজভরের (১৮) লাশ ফেলে রেখে স্বামী রামনাথ রাজভরের (৫৫) পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
নিহত বর্ষারাণী গাজীপুর বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় পড়তেন। গাজীপুর মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকার বাদল রাজভরের মেয়ে। বর্ষার স্বামী দীপ্ত রাজভর একই এলাকার রামনাথ রাজভরের ছেলে।
বর্ষার স্বজন ও পুলিশ জানায়, গত বছরের মার্চে বর্ষা ও দীপ্তর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বর্ষাকে বাবার বাড়িতে তেমন যেতে দিতেন না। এসএসসি পাসের পর বর্ষাকে গাজীপুর বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন বর্ষার আর পড়ালেখার বিষয়টি পছন্দ করতেন না। স্বামী দীপ্ত রাজভর বেকার ছিলেন। বিভিন্ন সময় স্বামী-শাশুড়ি যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিতেন। বর্ষার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার যৌতুক দাবি করেন। এসব নিয়ে তাদের সংসারে ঝগড়া হতো। গতকাল রাত আটটার দিকে বর্ষা ও দীপ্তর মধ্যে ঝগড়া হয়। রাত সাড়ে ১০টার দিকে দীপ্তর বাবা রামনাথ মুঠোফোনে বর্ষার স্বজনদের বলেন, বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তাকে দেখার জন্য হাসপাতালে যেতে বলেন রামনাথ। রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন বর্ষার বাবা। এ সময় স্বামী দীপ্ত সেখানে ছিলেন না। তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বর্ষার মা লক্ষ্মী রাজভর অভিযোগ করেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে তার মেয়েকে নির্যাতন করতেন এবং পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে দীপ্ত মৃত অবস্থায় থাকা বর্ষার লাশ হাসপাতালে রেখে যান। এটি হাসপাতালের রেজিস্ট্রারে লিপিবদ্ধ আছে।
জয়দেবপুর থানার পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বর্ষার কপালে ও গলার নিচে কালো দাগ আছে। গতকাল রাতেই হাসপাতাল চত্বর থেকে দীপ্তর বাবা রামনাথ রাজভরকে আটক করা হয়েছে। স্বামী-শাশুড়িসহ পরিবারের লোকজন ঘরে তালা মেরে পালিয়ে গেছেন। এই ব্যাপারে জয়দেবপুর সদর থানায় মামলা হয়েছে।