সমুদ্রে গোসলে নেমে মামা (এনএসআই সদস্য) ও ভাগ্নি নিখোঁজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সমুদ্রসৈকতে নেমে এনএসআই সদস্যসহ ২ পর্যটক নিখোঁজঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রে গোসল করতে নেমে এনএসআই সদস্য ও তার ভাগ্নি নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৩ জুলাই) দুপরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুঁই (১৮)।
মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, আজ বুধবার স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান। পরে দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান পাঁচজন। এ সময় তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে উঠতে পারেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, এ সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।